রাত তুমি আমার একান্ত আরাধনাঅন্ধকার তুমি আমার প্রেয়সীর হৃদপি পাতা,অনায়াসে স্মৃতিগুলোকে বুকে চেপে লক্ষ আলোকবর্ষে পরিভ্রমণ করছি,তুমি নদীর তীর ঘেঁষে হেঁটে যাচ্ছি-কত সহজ তোমাকে কাছে পাওয়া!এ জীবনে আর কি লাগে বলতো!রাত আকাশ নক্ষত্রের নিবিড় মেলবন্ধনে তোমার স্পর্শ পাচ্ছি খুউব,অন্ধকারে ঘোর...